রাজ্যের শাসক দল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি শুরু করেছেন নবজোয়ার। পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষদের পছন্দমতো প্রার্থী বেছে নেওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই মতো ৬ জুন আরামবাগ মহকুমায় নবজোয়ার কর্মসূচি করবেন তিনি। ইতিমধ্যেই আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সে কয়েক কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে তাঁবু। এখানেই তিনি বিশেষ রাজনৈতিক অধিবেশন করবেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে। পাশাপাশি তিনি আরামবাগের ভালিয়াতে জনসভা করবেন ৭ জুন বলে জানা যায়। তবে এই তাঁবু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে। তাদের দাবি, বহুকাল থেকেই বেড়াতে গিয়ে তাঁবুতে থাকার চল রয়েছে। প্রাচীন কালে আবার রাজা মহারাজারা মৃগয়া করতে গিয়ে তাঁবু ফেলতেন। মধ্য যুগে মোগলরা যুদ্ধ যাত্রা করতে গিয়েও তাঁবু বা শিবির করে তাবুতে রাত কাটাতেন। আধুনিক যুগে বেড়াতে গিয়ে অনেকে পাহাড়ের কোলে, নদীর ধারে ক্যাম্প করে থাকতে ভালোবাসেন। এগুলি প্যাকেজ ট্যুরের অন্তর্গত। আবার সার্কাসেরও তাঁবু পড়ে। তবে এবার আরামবাগে দেখা যাচ্ছে সাদা সাদা তাঁবু। আর তার নীচে কার্পেট। এই তাঁবু হয়েছে রাজনৈতিক কর্মসূচির জন্য। তা নিয়েই কটাক্ষ বিরোধীদের। তবে বিরোধীদের এই কটাক্ষ বা অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তবে এই তাঁবুরও আবার শ্রেণিবিভেদ রয়েছে। কিছু আবার ভিভিআইপি তাঁবু। সেই তাঁবু একেবারে চরম বিলাসবহুল। এমনটাই বলছেন অনেকে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি একেবারে নজরকাড়া কর্মসূচি। বিরোধীরা এই কর্মসূচিকে যুবরাজের মৃগয়া বলে কটাক্ষ করেছেন। এই বিষয়ে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, তৃণমূলে নবজোয়ার আরামবাগের ক্ষেত্রে ভাটা। কারণ, আরামবাগের মানুষ আগেই তৃণমূলকে প্রত্যাখান করেছে। একজন সাংসদ মৃগয়া করার মতো রাজনৈতিক কর্মসূচি করতে আসছেন, এর মতো লজ্জার কি আছে। জনগণের টাকা ঘুরপথে এই ভাবে খরচ হচ্ছে। বিলাসবহুল তাঁবুতে থেকে জনগণের সেবা করা যায় না। এই ভাবেই কটাক্ষ করে বিজেপি। অন্য দিকে সিপিএম নেতা পুর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, এটা তৃণমূলের ড্যামেজ কন্টোল কর্মসূচি। তাঁবু খাটিয়ে মানুষের সেবা করা যায় না। অপরদিকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন নন্দী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগে আসছেন। আমরা উৎসুক হয়ে আছি। জনজোয়ার থেকে জনস্রোত হবে। তাঁবু নিয়ে বিরোধীদের কটাক্ষকে পাত্তা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। সবমিলিয়ে তৃণমুলের তাঁবু দেখার জন্য ভিড় জমে সকাল থেকেই। প্রান্তিক জেলার অনেকেই এই ধরনের আধুনিক তাঁবু জীবনে দেখেননি। একেবারে দুধ সাদা তাঁবু। সেই তাঁবুর মধ্যে বসে থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই শোনা যাচ্ছে।