কলকাতা : কলকাতায় টানা ছ’ঘণ্টার দুর্যোগ-বৃষ্টিতে ১০ জনের প্রাণ গিয়েছে। তাঁদের মৃত্যুর দায় কে নেবে, এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
বুধবার নওশাদের হয়ে তাঁর আইনজীবী ফিরদৌস শামিম মামলা দায়ের করতে চেয়ে আদালতে আবেদন করেন। মৃতদের ক্ষতিপূরণ এবং তদন্ত চেয়ে মামলা দায়ের করতে চান তাঁরা। নওশাদের আইনজীবীর বক্তব্য, বিষয়টির যথাযথ ভাবে তদন্ত হোক।
কয়েক দিনের মধ্যেই পুজোর ছুটি পড়ে যাবে। তখন কোর্ট বন্ধ থাকবে। তাই দ্রুত মামলাটির শুনানি শুরু হোক। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। হাই কোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহেই মামলা শুনতে পারে আদালত।

