ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেখা করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ফলে কূটনৈতিক মহল মনে করছে, এবার কী তাহলে দিল্লির হস্তক্ষেপে গাজায় শান্তি ফিরতে পারে?
ইজরায়েলি সেনার অভিযানে গোটা গাজা ভূখণ্ডই কার্যত গুঁড়িয়ে গিয়েছে। খাবার, জলের অভাবে চারদিকে শুধুই হাহাকার। জারি রয়েছে মৃত্যুমিছিল। গাজায় আক্রমণ থামানো নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়েছে তেল আভিভ। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
পণবন্দিদের দ্রুত মুক্তি, মানবিক সহায়তা প্রদান, আঞ্চলিক উন্নতি এইরকম একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন দুজনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইজরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত-সহ আরও উচ্চপদস্থ আধিকারিকেরা।
নয়াদিল্লির সঙ্গে ইজরায়েলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। অন্যদিকে গাজার মৃত্যুমিছিল নিয়েও উদ্বিগ্ন ভারত। ফলে গাজায় শান্তি স্থাপনের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিতে পারে মোদি সরকার। ‘বন্ধু’ দিল্লির হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবনা-চিন্তা করতে পারেন নেতানিয়াহু। সেই কারণেই হয়তো ইজরায়েলে গিয়ে বৈঠক করেছেন ডোভাল।