আচমকাই পদত্যাগ করলেন জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। ২০২৭ পর্যন্ত তাঁর কার্যকাল থাকলেও লোকসভা নির্বাচন ঘোষণার ঠিক আগেই তাঁর এই আচমকা পদত্যাগের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন জাতীয় নির্বাচন কমিশনার হিসেবে একাই রয়ে গেলেন আরেক নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর কয়েক দিনের মধ্যে লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার কথা। ইতিমধ্যেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠিয়েছেন তিনি। তা গৃহীতও হয়েছে। গত সপ্তাহেই পশ্চিমবঙ্গে এসেছিল কমিশনের ‘ফুল বেঞ্চ’। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে এসেছিলেন অরুণও। তার পরেই হঠাৎ নির্বাচন কমিশনারের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
দেশে প্রধান নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকার কথা। এত দিন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণই দায়িত্ব সামলাচ্ছিলেন। তৃতীয় পদটি ফাঁকাই ছিল। এ বার নির্বাচন কমিশনারের পদ থেকে অরুণ ইস্তফা দেওয়ায় কমিশনের ‘ফুল বেঞ্চ’ বলতে এখন শুধু রাজীবই রয়েছেন!