নয়াদিল্লি : প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা করেছেন তিনি।
তিনি বলেছেন, শ্রী রতন টাটা জির অনন্য দিকগুলির মধ্যে একটি হল বড় স্বপ্ন দেখার। তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পশুকল্যাণের মতো একাধিক ক্ষেত্রে পুরোধা ছিলেন। তিনি এও বলেন, শ্রী রতন টাটা জি একজন দূরদর্শী শিল্পপতি, মানবিকতাপূর্ণ একজন অসাধারণ মানুষ ছিলেন।
তিনি ভারতের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব প্রদান করেছিলেন। তাঁর অবদান বোর্ডরুম পেরিয়ে ছড়িয়ে পড়েছিল। তিনি তাঁর নম্রতা, মানবিকতা এবং সমাজকে আরও উন্নত করার জন্য একটি অটল অঙ্গীকারের জন্য বহু মানুষের কাছে প্রিয় ছিলেন।