নয়াদিল্লি : দুদিনের সফরে বুধবার পোল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৫ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী পোল্যান্ডে পা রাখবেন।
এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বুধ ও বৃহস্পতিবার পোল্যান্ড সফর সেরে নরেন্দ্র মোদী যাবেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হয়েও কীভাবে তাদের বিপক্ষ দেশ ইউক্রেনের পাশে থাকার বার্তা দেন নরেন্দ্র মোদী, সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলে, এমনটাই বক্তব্য ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, কিছুদিন আগেই ভ্লাদামির পুতিন রাশিয়ার অন্যতম সর্বোচ্চ পুরস্কার দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে।