নিজস্ব প্রতিবেদন, কাটোয়া: এবার তাঁতশিল্পীর বুননে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের উন্নয়নমূলক প্রকল্প। পরিবারের সদস্যদের সহযোগিতায় ও শিল্পীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজ সম্পন্ন হয়েছে। তবে এবার মুখ্যমন্ত্রীকে তাঁর হাতের বুনন উপহার হিসেবে দিতে চান পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের তাঁতশিল্পী জগবন্ধু দালাল।
রাজ্যের জনমুখী ১১টি প্রকল্পের নাম উঠে এল তাঁতের শাড়িতে। শুধু তাই নয়, তাঁতের শাড়িতে ফুটে উঠল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের তাঁতশিল্পী জগবন্ধু দালাল ৩২ দিনের পরিশ্রমে তৈরি করেছেন তাঁর নিজস্ব ভাবনায় এই শাড়ি। তাঁর দাবি, কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, শুধুমাত্র ভালোবাসা থেকে তাঁতের শাড়িতে সুতোর বুননে ফুটিয়ে তুলেছেন ৪২ ইঞ্চি লম্বা মুখ্যমন্ত্রীর পূর্ণাবয়ব ছবি। সময় হলে সুযোগ মতো মুখ্যমন্ত্রীকে তাঁর তৈরি শাড়ি উপহার স্বরূপ তাঁতশিল্পী জগবন্ধু দালাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চান বলেই জানান তিনি।
তিনি জানান, বাবা গণপতি দালাল, মা অনিমা দালাল ও স্ত্রী প্রতিমা দালাল শাড়ি তৈরি করতে তাঁকে সহযোগিতা করেছেন। তাঁরা উৎসাহ জুগিয়েছেন প্রতিনিয়ত। ভাবনার প্রকাশ ঘটাতে পেরে খুশি তাঁতশিল্পী নিজেও। ১৫ হাতের এই শাড়িটির কাজ সম্পূর্ণ করতে ৮৪ কাউন্ট সুতোর ব্যবহার হয়েছে। জোড়াফুল প্রতীক চিহ্নও রয়েছে শাড়িটিতে।