ফুলের গয়নায় সজ্জিতা বড়মার বিদায় দেখতে নৈহাটিতে ভক্তদের উপচে পড়া ভিড়

ধর্ম যার যার বড়মা সবার। বড়মার এই মূল মন্ত্র আজ রাজ্য ছাড়িয়ে দেশে ছড়িয়ে পড়েছে। আর কালীপুজোয় বড়মার টানেই ভক্তরা দূরদূরান্ত থেকে নৈহাটিতে ছুটে আসেন। বড়মার বিদায় বেলায়ও ভক্তদের ভিড় উপচে পড়েছিল নৈহাটিতে। বড়মার বিসর্জন পর্ব দেখতে বৃহস্পতিবার সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে নৈহাটির অরবিন্দ রোড জুড়ে। বেলার দিকে রীতি মেনেই বড়মার গায়ের স্বর্ণালঙ্কার খোলা হয়। তারপর মাকে ফুলের অলংকারে সাজিয়ে তোলা হয়। এদিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শোভাযাত্রার মাধ্যমে অগণিত ভক্তদের উপস্থিতিতে বড়মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। বড়মার বিদায় বেলায় বহু ভক্তের চোখে জল নেমে আসে। মায়ের বিদায় বেলায় করজোড়ে সকলের একটাই প্রার্থনা, ‘আবার এসো মা’। তবে বড়মার বিসর্জন ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। বড়মা বিসর্জনের নিরাপত্তা নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, গত বছরের তুলনায় এবছর তিনগুন নিরাপত্তা বাড়ানো হয়েছিল। যদিও বড়মার বিসর্জন পর্ব এদিন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় বড়মার বিসর্জনের পর নৈহাটির অন্যান্য পুজো কমিটির প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =