বুথ দখল নিয়ে নাগাল্যান্ডে চলল গুলি

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনেও অশান্তি। সেখানে একটি বুথে গুলি চলার খবর পাওয়া গিয়েছে। এদিন ভোট গ্রহণ শুরুর পরেই হিংসা এবং গণ্ডগোলের খবর আসে নাগাল্যান্ডের ওখা জেলার ভাণ্ডারি কেন্দ্র থেকে। এনপিএফ এবং এনিপিপি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলার সময়ে গুলি চলে বলে নাগাল্যআন্ড প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি এও জানানো হয়েছে যে,  এখনও পর্যন্ত চারজন এই ঘটনায় আহত হয়েছেন। এনপিপির তরফ থেকে দাবি করা হয় যে, আহতদের মধ্যে ২জন তাঁদের সমর্থক। এদিকে নাগাল্যান্ড পুলিশের তরফ থেকেও গুলি চলার কথা স্বীকার করা হয়। তবে, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেও জানিয়েছে নাগাল্যান্ড পুলিশ প্রশাসন।  এই গুলি চালনার ঘটনা  বুথ দখল করা চেষ্টা নিয়েই।  এনপিএফ  সমর্থকরা ওই বুথ দখল করার চেষ্টা করে অভিযোগ।তখনই তাঁদের বাধা দেয় এনপিপির কর্মী সমর্থকেরা। এই নিয়েও উত্তেজনা তৈরি হয়। আর তা পরে সংঘর্ষের আকার নেয়। ইট-পাটকেল পাথর ছোড়া হয় বলেও জানা গিয়েছে। দু’দলের কর্মী সমর্থকদের সরাতে বাধ্য হয়ে শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে।  সূত্রের খবর ওই বুথ দখল করার চেষ্টা করে আকুমবেমো কিক্কনের সমর্থকরা।

প্রসঙ্গত, কিক্কন এনপিএফ-এর একজন সম্পাদক। তার লোকজন ওই বুথে হামলা চালায় বলে অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন কিক্কন। তিনি একজন প্রাক্তন নাগা ছাত্র নেতা। তার বিরুদ্ধে ভান্ডারি কেন্দ্রে লড়াই করছেন বিজেপি প্রার্থী মমহনলুমো কিক্কন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + twelve =