লোকসভা নির্বাচন হতে বাকি আর কয়েক মাস। রাজ্যে ভোটার তালিকা তৈরির কাজও চলছে জোরকদমে। এরই মধ্যে ভোটার তালিকা যাতে স্বচ্ছভাবে তৈরি হয়, তা নিশ্চিত করতে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একইসঙ্গে নজর রাখতে বলেছেন, তালিকায় নতুন ভোটারদের নাম ঠিকঠাক উঠছে কি না সেই দিকেও। এরই পাশাপাশি ভুয়ো ভোটারের নাম তালিকায় থেকে যাচ্ছে কি না, থাকলে সেগুলি বাদ দেওয়ার ব্যাপারে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তাও দিয়েছেন তিনি। বঙ্গ স্য়াফ্রন ব্রিগেড সূত্রে খবর, সম্প্রতি জে পি নাড্ডা যখন বঙ্গ সফরে এসেছিলেন তখনই তিনি এই বার্তা দিয়ে গিয়েছেন। পাশাপাশি বঙ্গ স্য়াফ্রন ব্রিগেড সূত্রে এও জানানো হয়েছে, জেলায় জেলায় যে সরকারি অফিসাররা ভোটার তালিকা তৈরির দায়িত্বে রয়েছেন, তাঁদের সঙ্গে সমন্বয় রেখে চলার বার্তাও দেওয়া হয়েছে বিজেপির হাই কম্য়ান্ড থেকে। বিশেষ করে নজর রাখতে বলা হয়েছে আবাসন, শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকা এবং বস্তি এলাকাগুলির উপরেও। আর এই পুরো প্রক্রিয়ার জন্য রাজ্য স্তরে সাত সদস্যের একটি কমিটিও তৈরি হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। একইসঙ্গে জেলাগুলিতে পাঁচ সদস্যের কমিটি গঠনের জন্য বলা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া বিভিন্ন বিধানসভা ভিত্তিক তিনজনের কমিটিও রাখতে বলা হয়েছে বলে খবর।
তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি যে নির্দেশ দিয়েছেন তা বর্তমান বঙ্গ রাজনীতির প্রেক্ষিতে বিজেপির জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে বলে ধারনা রাজনৈতিক মহলের। কারণ, কোনওদিনই রাজ্যে গেরুয়া শিবিরের সংগঠন সেভাবে বিস্তৃত হয়নি। তবে এখন কলেবরে অনেকটাই বেড়েছে বিজেপি। সঙ্গে সাংগঠনিক শক্তিও কিছুটা হলেও বেড়েছে। এখন এটাই দেখার বিজেপির সর্বভারতীয় সভাপতির এই নির্দেশ কতটা বাস্তবায়িত করতে পারেন বঙ্গ বিজেপির নেতাকর্মীরা।