কলকাতা:ফের শহরের বুকে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। মানিকতলার মুরারিপুকুরে বন্ধ বরফকলের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রের খবর, ব্যবসায়ীর নাম অমিত রাম (৪০)।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১৪ নং ওয়ার্ডের বারীন ঘোষ সরণিতে ব্যবসায়ী থাকতেন। তাঁর বাড়ির কাছেই ওই বরফকল। অমিত রাম বিভিন্ন জায়গায় ইমারতি সামগ্রী সরবরাহ করতেন। মৃত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। তিনি বলেন, ‘‘খুন করেছে আমার স্বামীকে। হাতে, গলায় সব জায়গাতে আঁচড়ের দাগ পাওয়া গেছে।’’ তাঁর প্রশ্ন, তাঁর স্বামী বাড়ি ফিরে সোজা নিজের ঘরে চলে যান, বরফকলের ভিতর তিনি গেলেন কী করে?
পুলিশ ধন্দে কীভাবে এই মৃত্যু হয়েছে? আপাতত, দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর মাথার পিছনে আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। পরিবারের আর এক সদস্য বলেন, ‘ও সুইসাইড করার মতো ছেলে নয়। পরিকল্পিত ভাবে, চক্রান্ত করে ওকে খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে।’
মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়।