কলকাতা: কলকাতায় ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার। পোস্তায় নিজের দোকান থেকে উদ্ধার হল স্বর্ণ ব্যবসায়ীর দেহ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতে বেশ কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। বছর পঞ্চাশের ব্যবসায়ী নন্দলাল সোনি লেকটাউন থানা এলাকার বাসিন্দা ছিলেন। পোস্তায় দোকান ছিল তাঁর। রবিবার আচমকাই দোকানে যান নন্দলাল। রাত হলেও বাড়ি ফিরছিলেন না তিনি। দুশ্চিন্তায় পড়েন নন্দলালের পরিবারের লোকজন। তড়িঘড়ি দোকানে পৌঁছন ব্যবসায়ীর ছেলে মায়াঙ্ক। বছর ঊনত্রিশের ওই যুবকের দাবি, দোকানে ভিতর থেকে বন্ধ ছিল। বেশ কয়েকবার দোকানের দরজা ধাক্কা দেন তিনি। কারও সাড়াশব্দ না মেলায় বাধ্য হয়ে স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন তিনি।স্থানীয়রা জড়ো হয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন। দেখেন দোকানের সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিশ স্বর্ণ ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ওই সুইসাইড নোটে ৬ জনের নাম উল্লেখ রয়েছে। তারা কীভাবে ব্যবসায়ীর মৃত্যুর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ধন্দে পুলিশ। কী কারণে ব্যবসায়ীর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়ী কী আর্থিক সংকটে ভুগছিলেন নাকি অন্য কোনও কারণে চরম সিদ্ধান্ত নিলেন তিনি, সে বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের।