‘মাই নেম ইজ অরবিন্দ কেজরিওয়াল, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট!’

জেলের মধ্যে জঙ্গিদের মতো আচরণ করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে। এমনই অভিযোগ তুলে এবার দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার তাঁর সেই বার্তা জনসমক্ষে তুলে ধরলেন সদ্য জেল থেকে জামিনে মুক্তি পাওয়া আপ-এর সাংসদ সঞ্জয় সিং। এ বার দিল্লির মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল, ‘মাই নেম ইজ অরবিন্দ কেজরিওয়াল, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’। অর্থাৎ ‘আমি কোনও জঙ্গি নই, আমি অরবিন্দ কেজরিওয়াল।’

গত ২১ মার্চ দিল্লির আবগারি মামলায় ধৃত কেজরিওয়ালের বর্তমান ঠিকানা এখন তিহার। সেখানকার দু’নম্বর সেলেই দিন কাটছে তাঁর। গ্রেপ্তার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি তিনি। আপ দাবি করেছে, জেল থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল। জেলবন্দি হওয়ার পর থেকেই স্ত্রী সুনীতা-সহ আপের বিভিন্ন নেতা-নেত্রীর মাধ্যমে নিজের বার্তা দিয়ে আসছেন তিনি। মঙ্গলবার তেমনই এক বার্তা পড়ে শোনালেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয়। আপ সাংসদের অভিযোগ, ‘জেলে কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে।’

একই সঙ্গে আপ সাংসদ অভিযোগ করেছেন, ‘জেলে কাছের মানুষের সঙ্গে কেজরিওয়ালকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটিই স্পষ্টতই একটি প্রতিহিংসার রাজনীতি। এ ভাবে তাঁকে আটকে রাখা যাবে না। তিনি আরও শক্তিশালী হয়ে উঠবেন।’সোমবার তিহারে গিয়ে কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। তিহার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যের যে, এক জন দাগী আসামিকে যে সমস্ত সুযোগসুবিধা দেওয়া হয়, কেজরিওয়ালকে সেটুকুও দেওয়া হচ্ছে না। তাঁর দোষটা কোথায়?’ মঙ্গলবার একই কথা বলতে শোনা গেল সঞ্জয়ের মুখেও।

আপ সাংসদ আরও বলেন, ‘আপনি যতই তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) ভাঙার চেষ্টা করবেন, ততই তিনি শক্তিশালী হয়ে ফিরে আসবেন।জেল থেকে কেজরিওয়ালের দেওয়া নতুন বার্তা নিয়ে যখন আসরে নেমেছে আপ, তখন বিজেপিও পাল্টা আক্রমণ করতে ছাড়ছে না। দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কে তাঁকে সন্ত্রাসবাদী বলছে? আমরা তাঁকে দুর্নীতিবাজ বলছি। তিনি দিল্লির শত্রু।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 4 =