নিজস্ব প্রতিবেদন, কালনা: রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের মাশরুম চাষের প্রশিক্ষণ দিয়ে তাঁদের স্বনির্ভর করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হল। এই প্রশিক্ষণে অংশ নেন কালনা ২ নম্বর ব্লকের কয়েকশো মহিলা। যদিও তাঁরা লাভের মুখ দেখছেন। নতুন করে ফের লাভের আশায় সরকারি খামারে মাশরুম চাষের প্রশিক্ষণ নিতে এগিয়ে আসছেন মহিলারা।
একদিকে দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। বাড়ির পুরুষরা যা রোজগার করেন, তাতে স্বচ্ছল ভাবে চলছে না সংসার, তাই রাজ্য সরকারের উদ্যোগে বিনা খরচে কালনার ২ নম্বর ব্লক জুড়ে চলছে মাশরুম চাষের প্রশিক্ষণ। নিজের পায়ে দাঁড়াতে ও বাড়তি উপার্জনের জন্য এই প্রশিক্ষণের দিকে ঝুঁকছেন গ্রামের কয়েকশো বেকার যুবতী ও গৃহবধূরা।
কি করে ভালো মাশরুম চাষ করবেন, কালনার এই সি, এ, ডি, পি সরকারি খামারে হাতেখড়ি ও আলোচনার মাধ্যমে উৎসাহিত মহিলাদের প্রশিক্ষণ দেন। বিনামূল্যে দেওয়া হয় মাশরুমের বীজ ও চাষের উপকরণ। ইতিমধ্যে যাঁরা গত বছরে চাষ করেছেন, তাঁরা ভালোই লাভের মুখ দেখেছেন। তাই ফের তাঁদের প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষের দিকে গতি বাড়াতেই এই উদ্যোগ।