ভারতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নেই মুশফিকুর

এশিয়া কাপের ফাইনালের ওঠার আর কোনও সম্ভবনা নেই বাংলাদেশের। রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে শুক্রবার সুপার ফোরে টাইগার্সদের শেষ ম্যাচ। এই ম্যাচ সাকিব আল হাসানদের কাছে নিয়মরক্ষার। কিন্তু এই ম্যাচে এক  গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাবে না বাংলাদেশ। তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটির অনুমতি নিয়েছেন সাকিবের সতীর্থ। সদ্য কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে খেলার পর দেশে ফেরেন মুশফিকুর। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর দলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তা আপাতত সম্ভব হচ্ছে না। আসলে সদ্য কন্যাসন্তানের জন্ম দেওয়া মুশফিকুরের স্ত্রী পুরোপুরি সুস্থ হননি। তাই এই সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছেন মুশফিকুর। তাঁর ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘মুশফিকুর জানিয়েছেন, তাঁর স্ত্রী এখনও সুস্থ হয়নি। তাই এই মুহূর্তে এখন তাঁর পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা ওর পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই শুক্রবারের ম্যাচ থেকে মুশফিকুরকে ছুটি দেওয়া হচ্ছে।’ আগামিকাল কলম্বোতে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মুশফিকুরের। কিন্তু স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়েছেন মুশফিকুর। চলতি এশিয়া কাপে ৪ ম্যাচে খেলেছিলেন মুশফিকুর। তাতে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩ রান করেন। এ ছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে করেন ২৫ রান। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে যথাক্রমে করেন ৬৪ ও ২৯ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =