মণিপুরে চলছে হত্যা, আর সংসদে চলছে মশকরা ! মোদিকে তীব্র আক্রমণ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৃহস্পতিবারের লোকসভার জবাবি ভাষণের উত্তর দিলেন রাহুল গান্ধি। লোকসভায় অনাস্থা বিতর্কের শেষে বৃহস্পতিবার মোদির দু’ঘণ্টা ২০ মিনিটের জবাবি ভাষণের প্রসঙ্গ উল্লেখ করে শুক্রবার রাহুল বলেন, ‘মণিপুরে মানুষের মৃত্যু হচ্ছে, মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন, আর উনি (মোদি) হেসে হেসে কথা বলেছেন, মশকরা করেছেন। আলোচনার বিষয় কিন্তু কংগ্রেস ছিল না। আমি ছিলাম না। আলোচনার বিষয় ছিল মণিপুরের বর্তমান সঙ্কট এবং তার সমাধানের উপায়।’

রাহুল বুধবার অনাস্থা বিতর্কে বলেছিলেন, ‘মণিপুরে ভারতমাতার হত্যা করেছে বিজেপি।’ যা নিয়ে প্রবল আপত্তি তুলেছে শাসক শিবির। রাহুল তাঁর ওই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘হ্যাঁ আমি বলেছি। কারণ বিজেপির বিভাজনের রাজনীতির জেরে মণিপুর আর অখণ্ড একটি রাজ্য নেই। দু’টুকরো হয়ে গিয়েছে।’ রাহুলের দাবি, তাঁর ১৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় কখনও মণিপুরের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।

এ প্রসঙ্গে তাঁর জুন মাসের মণিপুর সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রাহুল। তিনি বলেন, ‘আমি যখন মেইতেইদের এলাকায় গিয়েছিলাম, তখন স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল, আমি স্বাগত কিন্তু নিরাপত্তারক্ষীদের দলে কোনও কুকি থাকলে তাঁকে গুলি করে খুন করা হবে। ঠিক উল্টো কথা জানানো হয়েছিল, কুকিদের তরফে। যখন তাঁদের এলাকায় গিয়েছিলাম।’ রাহুল জানান, সেই ফরমান মেনে চলতে হয়েছিল তাঁকে। তাঁর কথায়, ‘মণিপুর যে আর অখণ্ড নেই, এটাই তার উদাহরণ। ভারতীয়ত্বের ভাবনাকে মণিপুরে খুন করেছে বিজেপি।’

এর পরেই মোদিকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতির মন্তব্য, ‘মণিপুরের এই সঙ্কটের মুহূর্তে প্রধানমন্ত্রীর উচিত ছিল দেশের আওয়াজ হয়ে ওঠা। কিন্তু সে পথে না হেঁটে তিনি সাধারণ রাজনীতিকদের মতো ক্ষুদ্র রাজনীতি করছেন। নির্লজ্জের মতো অধিবেশনে বসে থেকেছেন, হেসেছেন, টিপ্পনী কেটেছেন। আর তাঁর দলের অন্য সাংসদেরা তাতে ধুয়ো তুলেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 4 =