ঢাকা : প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ছ’জনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় দায়ের হল খুনের মামলা। ছাত্র বিক্ষোভ চলাকালীন, রাজধানী ঢাকার মহম্মদপুরে, আবু সায়েদ নামে এক মুদি-দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতেই এই মামলা।
আওয়ামি লিগ সভাপতি তথা সেই দেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাকিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করতে চেয়ে আবেদন করেছেন আমির হামজা নামে ওই দোকানির এক আত্মীয়। মঙ্গলবার সেই আবেদন গ্রহণ করে শেখ হাসিনা ও ওই ছয়জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজেশ চৌধুরী। এদিনই মহম্মদপুর থানায় মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আবেদনে বলা হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। ১৯ জুলাই, মহম্মদপুরে এরকমই এক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মুদি-দোকানি আবু সায়েদের। শেখ হাসিনার নির্দেশেই সেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, ছাত্র বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে।