বহুতল হেলে পড়ার ঘটনায় প্রধান বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পুরসভা

কলকাতা : হেলে যাওয়া বাড়ির মামলার শুনানিতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলায় শুনানিতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে কলকাতা পুরসভা।

মামলাকারীর দাবি, বেনিয়াপুকুর থানার উলটো দিকে একটি সরু গলিতে বেআইনি বাড়ি রয়েছে। সেখানে কোনও অঘটন ঘটলে কাউকে উদ্ধার করা সম্ভব হবে না। আগেই কলকাতা পুরসভায় অভিযোগ জানানো হয়েছে। তবে তা সত্ত্বেও পুরসভার তরফে কোনও ব্যবস্থামূলক পদক্ষেপ নেওয়া হয়নি।

বেনিয়াপুকুরের ওই বহুতলে বেআইনি নির্মাণ হয়েছে তা স্বীকার করে নেয় পুরসভা। আগামী সপ্তাহে বিস্তারিত রিপোর্ট দেওয়া হতে পারে বলেই পুরসভার তরফে জানানো হয়। এই কথা শুনে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে? তখন বাড়ি ভাঙলে হবে? ভাঙার বদলে বলছেন যেমন কাজ চলছে চলুক পরে দেখব? এটা আপনাদের সঠিক জবাব নয়।”

আগামী শুনানিতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় জোর শোরগোল হয়েছে। তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 16 =