‘মুঙ্গেরি লাল কে হাসিন স্বপ্নে’, ভোটের ফলাফল নিয়ে মমতাকে তোপ সুকান্তর

শনিবার হাওড়ার বেলুড় থেকে লিলুয়াতে রোড শোতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেশ তথা রাজ্যে বিজেপির আসন সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে সুকান্ত বলেন, ‘মুঙ্গেরি লাল কে হাসিন স্বপ্নে’, ওনাকে স্বপ্ন দেখছেন দেখুন। আমরা ১৮াটা পেয়েছিলাম এবার ৪ তারিখ অপেক্ষা করুন বুঝতে পারবেন।
গতবার তো বলেছিলেন যে গোরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। যদিও এইবার কোন গোরুর কাছে যান দেখব।
এছাড়াও ইডি সিবিআই নিয়ে ববি হাকিমের মোদি-শাহ কে গুন্ডা মন্তব্যের প্রতিক্রিয়ায় সুকান্ত বলেন, ‘এখন হাকিম সাহেবের পার্টির মধ্যে অবস্থা খারাপ। ভাইপো তাঁকে পছন্দ করেন না। মনের দুঃখে সারাদিন থাকেন। তাই নাম্বার বাড়ানোর জন্য এখন ভুলভাল এরকম বলছে। যদি অমিত শাহের মোদি যদি সত্যিই গুন্ডামি শুরু করে না, ফিরহাদ হাকিম সাহেবের সমস্ত কিছু বেরিয়ে যাবে কী ভাবে মেয়েকে ডাক্তার বানিয়েছেন, কত টাকা দিয়ে ডাক্তার বানিয়েছেন, কোন মেডিক্যাল কলেজে ভর্তি করেছিলেন, কোন কোটায় ভর্তি করেছিলেন আমরা এগুলো ব্যক্তিগত ব্যাপার নিয়ে বলতে চাই না। তাই তাকে বলছি নিজের ঔকাতের মধ্যে থাকুন। ওনার দলের নেতা বলেছিলেন অতি বেশি বড় না ঝড়ে পড়ে যাবে জলে পড়ে গেলে মুশকিল কিন্তু তখন।’
পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন ‘দিদির বাড়ির পরিবারের লোকের ৩৫ খানা প্লট কালীঘাটে।
কত টাকার মালিক হয় কত টাকা যোগ করলে এটা হয়। আমি এমনি এমনি খাই না পাইপ দিয়ে খাই,মুখে যেন দাগ না লাগে। তাই মুখে দাগ লাগছে না অন্য ছোট ছোট ডাইরেক্ট ক্লাসে খাচ্ছিল সে দাগ লেগে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =