সল্লু ভাইকে খুনের হুমকি, এফআইআর রুজু করেছে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ

সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই খুনের হুমকি পেতে শুরু করেছেন বলিউড ভাইজান। প্রয়াত গায়কের মতোই নাকি হবে তাঁর পরিণতি। সম্প্রতি এমনই হুমকি চিঠি পেয়েছেন তিনি। খুনের হুমকি দেওয়া হয়েছে অভিনেতার বাবাকেও। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া ওই উড়ো চিঠি উদ্ধার করেন সেলিমের নিরাপত্তারক্ষীরা। আর তার পরেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে এফআইআর রুজু করেছে মুম্বইয়ের বান্দ্রার পুলিশ। আর তাঁর জেরেই এবার সলমনের আইনি নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল মুম্বাই পুলিশ। একই সঙ্গে বাড়ির চারপাশে মোতায়েন করা হল কড়া নিরাপত্তা।

সূত্রের খবর অনুযায়ী, যে জায়গা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যিনিই কিনা পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকারী। এরপর ২০২১ সালে জেলে থাকাকালীন একটি ভিডিও প্রকাশ করে সলমন খানকে হত্যার হুমকি দিয়েছিলেন বিষ্ণোই। বলেছিলেন, ‘যোধপুরে সলমনকে মেরে ফেলব।’ একই সঙ্গে ভিডিওতে বলেছিলেন, যখন মারব, তখনই সবাই জানতে পারবে। আমি এখনও কিচ্ছু করিনি। আমাকে কোনও অর্থ ছাড়াই টেনে নিয়ে যাওয়া হচ্ছে।উল্লেখ্য, গত ২৯ মে পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালা নৃশংসভাবে খুন হন। তিনদিক থেকে গাড়ি ঘেরাও করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তাঁর গাড়িকে। সেইদিন চালকের আসনে ছিলেন সিধু স্বয়ং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =