সলমনকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিল মুম্বই পুলিশ

অভিনেতা সলমন খানকে (Salman Khan) আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদন দিয়ে লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানাল মুম্বই পুলিশ। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সলমন এক মাস আগেই নিজের এবং তাঁর পরিবারের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন প্রশাসনের কাছে। সেই অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। সম্প্রতি পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পর সলমনও খুনের হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ। তার জেরেই অভিনেতাকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদন দেওয়া হল বলে অনুমান। সোমবারই সলমনকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিয়েছে মুম্বই পুলিশ।

সলমনকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিনেতা এবং তাঁর পরিবার। সলমনের বাবা সেলিম খান জুন মাসে একটি হুমকি চিঠিও খুঁজে পান তাঁদের বাড়ির চত্বরে। চিঠিটি রাখা ছিল একটি বেঞ্চে, যেখানে রোজ জগিং করে এসে বিশ্রাম নেন অভিনেতা। এর পরেই গত মাসে অর্থাৎ জুলাইয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চান সলমন। সূত্রের খবর, জুলাইয়ের শেষ দিকে মুম্বই পুলিশের সদর দপ্তরে গিয়ে পুলিশের শীর্ষ কর্তা বিবেক ফানসালকারের সঙ্গে দেখা করেন অভিনেতা। জানা গিয়েছে, বিবেককে তিনি বলেছিলেন তিনি আত্মরক্ষার্থে নিজের কাছে একটি বন্দুক রাখতে চান। একটি বন্দুক থাকলে তিনি তাঁর পরিবারকে রক্ষা করতে পারবেন বলেও জানিয়েছিলেন সলমন। মুম্বই পুলিশ সূত্রে দাবি, পুলিশের সদর দপ্তরে ওই দিনই সলমনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হয়, যা বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য বাধ্যতামূলক। সোমবার মুম্বই পুলিশ জানায়, ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্রের অনুমতিপত্র দেওয়া হয়ে গিয়েছে অভিনেতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + six =