আমন চাষে বৃষ্টির ঘাটতিতে জল ছাড়ল মুকুটমণিপুর জলাধার

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আমন চাষে গতি আনতে এবং বর্ষায় বৃষ্টির ঘাটতি মেটাতে অবশেষে জল ছাড়ল মুকুটমণিপুর জলাধার। সোমবার সকাল থেকে জলাধারের লেফট ব্যাঙ্ক মেইন ক্যানাল ও রাইট ব্যাঙ্ক মেইন ক্যানাল দিয়ে জল ছাড়া শুরু করে কংসাবতী সেচ কর্তৃপক্ষ।
কংসাবতী সেচ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, লেফট ব্যাঙ্ক মেইন ক্যানাল দিয়ে আপাতত সাড়ে চার হাজার কিউসেক এবং রাইট ব্যাঙ্ক মেইন ক্যানাল দিয়ে ১৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে। প্রয়োজনে জল ছাড়ার মাত্রা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কংসাবতী সেচ প্রকল্পের আধিকারিকরা। কংসাবতী সেচ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, চলতি বছর বর্ষার মরসুমে কংসাবতী নদী উপত্যকায় সে অর্থে ভারী বৃষ্টি না হওয়ায় কংসাবতী ও কুমারী নদী দিয়ে মুকুটমণিপুর জলাধারে তেমন জল আসেনি। ফলে বর্ষায় যেখানে মুকুটমণিপুর জলাধারে মোট জলের পরিমাণ ৪৩০ একর ফুটের ওপরে থাকে, সেখানে এখন জলের পরিমাণ রয়েছে ৪১৮.৫ একর ফুট। জলাধারে জলের সঞ্চয় কম থাকলেও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি এই তিন জেলায় আমন ধান চাষে গতি আনতে ও কিছু ক্ষেত্রে মাঠের ফসল বাঁচাতে কংসাবতী সেচ কর্তৃপক্ষ মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =