আরও এক ঐতিহাসিক ঐতিহ্যের নাম বদল হতে চলেছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। এবার এই নাম বদলের তালিকায় রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত ‘মুঘল গার্ডেন’-এর নাম। রবিবার থেকে মুঘল গার্ডেনের নতুন নাম হতে চলেছে ‘অমৃত উদ্যান’। ২৮ জানুয়ারি, শনিবারই এই নামকরণ করে কেন্দ্রীয় সরকার। এরপর ২৯ জানুয়ারি, রবিবার আনুষ্ঠানিকভাবে অমৃত উদ্যানের উদ্বোধন করা হবে। যার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরই সর্বসাধারণের জন্য এই উদ্যান খুলে দেওয়া হবে। পাশাপাশি বিশেষ কিছু মানুষ যাতে সারা বছর এই বাগান দেখতে আসতে পারেন, সেই নিয়েও পরিকল্পনা করছে সরকার। বিশেষ ভাবে সক্ষম এবং কৃষকদের এই সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার।
সূত্রে খবর, বর্তমানে স্বাধীনতার ৭৫ তম বর্ষ অমৃত মহোৎসব উদযাপন করছে গোটা দেশ। সেই ‘অমৃত মহোৎসব’-কে তুলে ধরতেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যবাহী মুঘল গার্ডেনের নতুন নামকরণ করল ‘অমৃত উদ্যান’। তারপর আগামী দু-মাস অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এই উদ্যান। স্বাধীনতার ৭৫ তম বর্ষের ‘অমৃত মহোৎসব’-কে তুলে ধরতেই মুঘল গার্ডেনের নাম অমৃত উদ্যান করা হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানানো হলেও সমালোচকেরা অন্য কথা বলছেন। তাঁদের মতে, ঔপনিবেশিক অতীত ও ইতিহাস ভোলানোর পথে মোদি সরকারের এটা আরও একটি বড় সিদ্ধান্ত। এর আগে দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে ‘কর্তব্য পথ’ করা হয়েছে। প্রসঙ্গত, ৭৫ তম স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, যে সমস্ত চিহ্নে ঔপনিবেশিক মানসিকতার ভাব রয়েছে, সেগুলি বাতিল করতে হবে। তারপরই নয়া দিল্লির রাস্তার নাম বদল করা হয়। রাজপথের নাম বদলে কর্তব্য পথ, রেসকোর্সের নাম বদলে রাখা হয় লোকমান্য মার্গ। ঔপনিবেশিক অতীত ভোলাতেই ব্রিটিশ আমলে তৈরি এই রাস্তাগুলির নাম বদল। এবার বদল হল মুঘল ইতিহাসের প্রতীক মুঘল গার্ডেনের নামও।
এদিকে রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে যদিও অমৃত উদ্যানের পাশাপাশি পুরনো নাম মুঘল গার্ডেনও উল্লেখ করা রয়েছে। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ‘এত দিন প্রতি বছর ফেব্রুয়ারি এবং মার্চে উদ্যান উৎসবের সময় জনসাধারণের জন্য খোলা হত এই বাগান। এখন জনসাধারণের জন্য অগাস্ট থেকে মার্চ পর্যন্ত খোলা থাকবে এই বাগান।’