নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর: দত্তপুকুরে বোমা বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবার খড়গপুর শহরের বোগদা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘জেলায় জেলায়, ব্লকে ব্লকে এমন সমস্ত ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে আশেপাশের বাড়ি, মানুষের হাত-পা সব উড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে কিছু বলবেন না। মণিপুরে কী হয়েছে, উত্তরপ্রদেশে কী হয়েছে, এই নিয়ে ওনার খুব চিন্তা। ওনার পায়ের তলায় বোমা রেখে দিয়ে গিয়েছে উনি বুঝতে পারছেন না। সাধারণ গরিব মানুষ মারা যাচ্ছে।’ দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, ‘পুলিশ কি এখানে খায় দায় ঘুমোয়?’
এদিন মিজোরামে বাংলার শ্রমিকদের মৃত্যু নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় রাজ্যের মানুষ বাংলায় থাকলেও মরছেন, বাংলার বাইরে কাজ করতে গেলে সেখানেও দুর্ঘটনায় মারা যাচ্ছেন। বাংলার মানুষ কি ভগবানের কাছ থেকে এরকম দুর্ঘটনায় অপমৃত্যু লিখে নিয়ে এসেছে? আমার মনে হয় এর জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী।’