ব্যারাকপুর : সৌজন্যের রাজনীতি। গুরুতর অসুস্থ বর্ষীয়ান সিপিআইএম নেতা দিলীপ ভট্টাচার্যকে দেখতে শুক্রবার বেলায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আসেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। চিকিৎসাধীন সিপিআইএম নেতার বাড়ি ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে। হাসপাতালে তিনি বাম নেতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। অসুস্থ বাম নেতার উন্নত চিকিৎসার প্রয়োজনে সর্বতভাবে সহযোগিতার আশ্বাসও দিলেন ব্যারাকপুর কেন্দ্রের জনদরদী সাংসদ অর্জুন সিং।
অসুস্থ বাম নেতার দীপঙ্কর ভট্টাচার্য বলেন, সাংসদ এবং বাবা রাজনীতির ময়দানে ভিন্ন মতাদর্শের। কিন্তু জুটমিল বাঁচানোর লড়াই তারা যৌথভাবে করতেন। বাবার সঙ্গে সাংসদের বরাবরই একটা সুসম্পর্ক ছিল। তাই বাবার অসুস্থতার খবর পেয়ে উনি হাসপাতালে ছুটে এসেছেন। অপরদিকে, সাংসদ অনুগামী গৌতম সরকার বলেন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সর্বদা মানুষের সেবার নিয়োজিত থাকেন এই জনদরদী সাংসদ। বিপদের দিনে মানুষের পাশে দাঁড়িয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর শিল্পাঞ্চলের মানুষ এখন এটাই দেখতে অভ্যস্ত।