স্কুলে ক্যারাটে বাধ্যতামূলক করার প্রস্তাব অর্জুন সিংয়ের

ব্যারাকপুর : রাজ্যের স্কুলগুলোতে শারীর শিক্ষায় ক্যারাটে বাধ্যতামূলক করার প্রস্তাব দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ওয়েলশ শোতোকান ক্যারাটে অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ও উত্তর ব্যারাকপুর পৌরসভার যৌথ উদ্যোগে ইছাপুরে বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে চলছে ‘সাউথ এশিয়া ডব্লুএসকেও ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৩।’ পয়লা ডিসেম্বর শুরু হয়েছে এই ক্যারাটে প্রতিযোগিতা। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। শনিবার এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির ছিলেন অর্জুন সিং। এদিন সাংসদ বলেন, মহিলাদের আত্মরক্ষার ক্ষেত্রে ক্যারাটে শেখা অত্যন্ত জরুরি। রাজ্যের স্কুলগুলোতে শারীর শিক্ষায় ক্যারাটে বাধ্যতামূলক যাতে করা হয় তিনি মুখ্যমন্ত্রীর কাছে সেই প্রস্তাব রাখবেন। সাংসদের কথায়, ‘নতুন প্রজন্মকে ক্যারাটের প্রতি উৎসাহ জোগাতে সীমিত ক্ষমতার মধ্যে উত্তর ব্যারাকপুর পুরসভা খুব ভালো উদ্যোগ নিয়েছে। নতুন প্রজন্ম ক্রমশ মোবাইলে বুদ হয়ে পড়ছে। ওদেরকে ক্রীড়ামুখী করতে এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। ’ সুস্বাস্থ্যের জন্য ক্যারাটে শেখা দরকার।’ এদিন ওই ক্রীড়া প্রতিযোগিতায় ছিলেন উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান মলয় ঘোষ, পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমলেশ উকিল। আন্তর্জাতিক এই ক্যারাটে প্রতিযোগিতায় ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান-সহ নয়টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =