ব্যারাকপুর: সকলের মঙ্গল কামনায় ভাটপাড়ায় কলস যাত্রায় পা মেলালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ভাটপাড়া মোড়ের ফক্কড় নাথ মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে তিন দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে মন্দিরের সামনে থেকে কলসযাত্রা শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে কাঁকিনাড়া গঙ্গার ঘাটে শেষ হয়। সেখান থেকে মহিলারা কলস করে জল এনে মন্দিরে পুজো দেন। এদিন বর্ণাঢ্য কলস যাত্রায় পা মেলান সাংসদ অর্জুন সিং এবং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং। কলস যাত্রায় যোগ দিয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ‘ভাটপাড়ার বুকে অতি প্রাচীন ফক্কড়নাথ মন্দির। এই মন্দিরটিকে নতুন করে সংস্কার করা হয়েছে। মন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠান ঘটা করেই উদযাপন করা হচ্ছে। মিশ্র ভাষাভাষির ভাটপাড়ায় ভেদাভেদ ভুলে পূজা, পার্বণ ও উৎসবে সকলে মেতে ওঠার বার্তা দিলেন বিধায়ক পবনকুমার সিং। সাংসদ, বিধায়ক ছাড়াও এদিনের কলস যাত্রায় হাজির ছিলেন প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও কানাই জয়সওয়াল, তৃণমূল নেতা মন্নু সাউ, দীপক সাউ, উমেশ রায় প্রমুখ। ফক্কড়নাথ মন্দিরের বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে থাকছে ভজন সংগীতের আসর, হোম যজ্ঞ ও মহা ভোগ বিতরণ।