প্রাথমিকের টেটে দ্বিতীয় আরামবাগের মেয়ে মৌনিশা, খুশি আরামবাগবাসী

প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন। তিনি বলেন, টেটে প্রথম বর্ধমানের ইনা সিংহ। চারজন দ্বিতীয় হয়েছেন। তৃতীয় স্থানেও রয়েছেন ৪ জন। মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছেন ১৭৭ জন। এই মেধাতালিকা চারজন দ্বিতীয়র মধ্যে হুগলির আরামবাগের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌনিশা কুণ্ডুর নাম রয়েছে। তিনি সারা রাজ্যের মধ্যে প্রাইমারি টেটে দ্বিতীয় হয়েছেন। এই খবর জানার পরেই খুশির হাওয়া পরিবারে। জানা গিয়েছে, এদিন প্রাথমিক টেটের ফলাফল ঘোষণার কথা জানা থাকলেও মৌনিশা কুণ্ডু যে দ্বিতীয় হবেন সেই অনেকটা দেরিতেই খবর পায় তার পরিবারের লোকজন। বন্ধু-বান্ধবীদের কাছ থেকে খবর পাওয়ার পরেই মিষ্টি মুখ শুরু হয় কুণ্ডু পরিবারে। মেয়ের মুখে মিষ্টি খাইয়ে দেন মৌনিশার মা। প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় পরিস্থিতি চলছে। আর অন্যদিকে মেধার ভিত্তিতে চাকরির দাবিতে আন্দোলন চলছে কলকাতার রাজপথে। চাকরি দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই জেল খাটচ্ছেন হেভিওয়েট প্রাপ্তন মন্ত্রী থেকে প্রাক্তন মধ্যশিক্ষা পরিষদের চেয়ারম্যান তথা বিধায়ক। এই পরিস্থিতিতে আবারও প্রাথমিকের টেট পরীক্ষার ফলাফল ঘোষণা হল। আর এই টেট পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়ে আরামবাগের মুখ উজ্জ্বল করল মৌনিশা কুণ্ডু। এই বিষয়ে আরামবাগের মেয়ে মৌনিশা কুণ্ডু বলেন, প্রথমে বন্ধুরা জানায় টিভিতে নাকি দেখাচ্ছে আমি টেটে দ্বিতীয় হয়েছি। তারপর টিভিতে দেখি রাজ্যের মধ্যে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। শিক্ষা ক্ষেত্রে যা হচ্ছে তা মাথার মধ্যে না রেখে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যারা আন্দোলন করছে তারা ঠিক পথেই এগিয়ে যাচ্ছে। আমি তাদের সঙ্গে আছি। আশা করি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। অপরদিকে মৌনিশার মা মণিকা কুণ্ডু বলেন, এতটা আশা করিনি। ও পজিশন পেয়েছে। আমরা খুব খুশি। সবমিলিয়ে টেটে মৌনিশা কুণ্ডু দ্বিতীয় হওয়ায় খুশি এলাকার মানুষ ও তার পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + fourteen =