যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে নতুন দু’টি ডিপ্লোমা কোর্স

কলকাতা: ‘ডিপ্লোমা ইন স্টুডেন্ট কাউন্সেলিং’ ও ‘ডিপ্লোমা ইন কেরিয়ার কাউন্সেলিং’ কোর্স শুরু হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই দু’টি ডিপ্লোমা কোর্সের জন্য ‘কেয়ারিং মাইন্ডস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১ বছর সময়সীমা ধার্য হয়েছে প্রতিটি কোর্সের জন্য। ২৬০টি ক্লাস হবে। তারই মধ্যে থাকবে প্র্যাকটিক্যাল ও মক সেশন।
২৪ জুন থেকে আনুষ্ঠানিকভাবে পঠনপাঠন শুরু হওয়ার কথা। ‘ডিপ্লোমা ইন স্টুডেন্ট কাউন্সেলিং’ কোর্সটি করার সুযোগ থাকছে অফলাইন, অনলাইন দুভাবেই। তবে ‘ডিপ্লোমা ইন কেরিয়ার কাউন্সেলিং’ পঠনপাঠন হবে ক্লাসেই। সপ্তাহে ২দিন ৩ ঘণ্টা করে ক্লাস চলবে। দ্বাদশ পাশের পরই এই কোর্সের জন্য আবেদন করা যাবে।
শনিবার থেকেই কোর্সের জন্য রেজিস্ট্রেশন শুর হয়েছে। ৯৮০৪২৪৬৩৩৭ নম্বরে ফোন করে জানা যাবে বিস্তারিত তথ্য।
এই দুই ডিপ্লোমা কোর্সের জন্য মউ স্বাক্ষর হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ও কেয়ারিং মাইন্ডস-এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর সাইকোথেরাপিস্ট মিসেস মিনু বুধিয়ার মধ্যে। উপস্থিত ছিলেন সহ উপাচার্য-সহ অন্যান্য অধ্যাপকরাও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =