গোঘাটে রহস্যজনকভাবে খুন মা ও মেয়ে, গুরুতর জখম বাবা, তদন্তে পুলিশ

হুগলি: রহস্যজনকভাবে খুন মা ও মেয়ে। গুরুতর জখম বাবা। রহস্যজনকভাবে দুটি মৃতদেহ উদ্ধার হুগলির আরামবাগ মহকুমার গোঘাটের ডাক বাংলো এলাকা থেকে। গুরুতর জখম আরও এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। রক্তাক্ত অবস্থায় মৃতদে উদ্ধার হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট জুড়ে। জানা গিয়েছে, স্বামী-স্ত্রী সহ ছয় বছরের একটি শিশু কন্যা রক্তাক্ত অবস্থায় খাটে ও মেঝেতে পড়েছিল। পুলিশ গিয়ে মৃতদেহ সহ জখম ব্যক্তিকে উদ্ধার করে। তারপর জখম ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। মৃত মহিলার নাম শিল্পা দত্ত ও মৃত ছয় বছরের কন্যার নাম অদ্রিজা দত্ত। জখম ব্যক্তি মৃণাল দত্ত আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এদের খুন করা হল অথবা কেনই বা খুন করা হল। রহস্য ক্রমশ দানা বাঁধছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজদীপ দের বোন ও ভগ্নীপতি হন শিল্পা ও মৃণাল দত্ত। এই সূত্র ধরে এটা কি রাজনৈতিক খুন নাকি অন্য কারণে খুন হয়েছে তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। সমস্ত বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেশীরা প্রাথমিকভাবে দাবি করছে, ধারালো চুরির আঘাতে জখম হয়েছে মৃণাল দত্ত। পাশাপাশি ওই ধারালো ছুরি দিয়ে হয়তো ছোট্ট শিশু কন্যা ও তার মা শিল্পা দত্তকে হত্যা করা হয়েছে। যদিও সমস্ত বিষয়টি তদন্ত সাপেক্ষ। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সৈয়দ মকবুল হোসেন বলেন, কামারপুকুর অঞ্চলের তৃণমূল সভাপতি রাজদীপ দের বোন ও ভগ্নীপতি ভাড়া বাড়িতে থাকতেন। এদিন সকালে বাড়িওয়ালা ডাকাডাকি করে সাড়া না পেয়ে রাজদীপকে খবর দেয়। তারপর ঘরের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় দুটি মৃতদেহ ও জখম একজন ব্যক্তি উদ্ধার হয়। পুলিশ বিষয়টা দেখছে। সবমিলিয়ে গোঘাটের ডাক বাংলো এলাকায় রহস্যজনক দুটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =