বিশ্বের উচ্চতম রামমন্দির তৈরি হবে অস্ট্রেলিয়ায়

বিশ্বের উচ্চতম রামমন্দির তৈরি হবে অস্ট্রেলিয়ায়। জানা গিয়েছে, ৭২১ ফুট উঁচু মন্দির বানানো হবে পার্থে। ১৫০ একর জমির উপর তৈরি হবে মন্দির। গোটা নির্মাণকাজে খরচ হবে ৬০০ কোটি টাকা।

জানা গিয়েছে, শ্রীরাম বেদিক অ্যান্ড কালচারাল ট্রাস্টের উদ্যোগে তৈরি হবে এই মন্দির। তবে শুধু মন্দির নয়, ১৫০ একর জমি জুড়ে একটি হাব বানানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। হোটেল, রেস্তরাঁ সবকিছুর ব্যবস্থাই থাকবে মন্দির চত্বরে।

মন্দির চত্বরে থাকবে রাম নিবাস হোটেল। পুণ্যার্থীদের জন্য মন্দির চত্বরে তৈরি হবে সীতা রসোই রেস্তরাঁ, রামায়ণ সদন গ্রন্থাগার ও তুলসীদাস হল। আপাতত গোটা মন্দির চত্বরের নকশা তৈরির কাজ চলছে বলেই খবর।

রামমন্দির তৈরির ক্ষেত্রে পরিবেশরক্ষার বিষয়টিও মাথায় রাখা হবে। একেবারে কার্বনমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে মন্দির চত্বরে। সোলার প্যানেল থেকে বিদ্যুতের ব্যবস্থা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =