২৪ আগস্ট থেকে ৩১ আগস্ট ৫৭তম ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ হয়ে গেল আসানসোলে। এই শুটিং প্রতিযোগিতা হয় আসানসোল রাইফেল ক্লাবে। ১৪ থেকে ৮০ বছর বয়সী প্রতিযোগীরা অংশ নেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সচিব দেবকুমার সামন্ত জানান, এবার এই শুটিং কম্পিটিশন হচ্ছে হাজারের ওপর প্রতিযোগী অংশ গ্রহণ করেছিলেন। এবার বিশেষ পুরস্কারও দেওয়া হয়। ইয়ারলি বেস্ট শুটার অ্যাওয়ার্ড পেলেন গোল্ড মেডেলিস্ট অবিনাশ সা। তার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় তিরিশ হাজার টাকার চেক। প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের সোনা, রুপো ও ব্রোঞ্জ দেওয়া হয়। সেমিফাইনালে ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয় তাঁকে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক ও গুণীজনরা।

