মোহনবাগানের বর্ষবরণ হায়দরাবাদের বিরুদ্ধে

নতুন বছরের প্রথম ম্যাচ। মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আগেই ঘোষণা করেছিলেন বড় উপহার। মোহনবাগান সমর্থকরা এই ম্যাচ দেখতে পাবেন বিনামূল্যে। ক্লাব থেকে টিকিটও দেওয়া হয়েছে। সবুজ মেরুন সমর্থকরা মন্দিরসম ক্লাব তাঁবু থেকে টিকিট সংগ্রহ করেছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি যে ফুলহাউস থাকবে প্রত্যাশা করাই যায়। মোহনবাগান প্লেয়ারদের জন্য এর চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে! ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে জয় দিয়ে বর্ষবরণের অপেক্ষায় মোহনবাগান। টানা জয়ে ধাক্কা লেগেছিল গোয়ার মাঠে। এফসি গোয়ার কাছে হেরেছিল মোহনবাগান। ঘুরে দাঁড়াতে অবশ্য বেশি সময় নেয়নি। বছরের শেষ ম্যাচে দিল্লিতে পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলেছিল মোহনবাগান। সেই ম্যাচে অনবদ্য জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। নতুন বছরের শুরুটাও দুর্দান্ত করাটাই লক্ষ্য। পয়েন্ট টেবলে মোহনবাগানের থেকে অনেক অনেক পিছিয়ে হায়দরাবাদ এফসি। টানা পাঁচটি ম্যাচে হেরেওছিল। কিন্তু নিজেদের মাঠে গত ম্যাচে ইস্টবেঙ্গলরকে কড়া টক্কর দিয়েছে। লাল-হলুদের জয়ের হ্যাটট্রিক আটকে দিয়েছে শেষ মুহূর্তে। টানা হারের পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র তাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও প্রেরণা দেবে। মোহনবাগান শিবিরে বড় স্বস্তি হতে পারেন গ্রেগ স্টুয়ার্ট। গত কয়েকদিন টিমের সঙ্গে প্রস্তুতি সেরেছেন। এ মরসুমে মোহনবাগান আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিশেষ করে সেটপিসের ক্ষেত্রে। স্টুয়ার্ট বেশ কিছু গোলে অ্যাসিস্ট করেছেন। যদিও স্টুয়ার্টকে এই ম্যাচে পাওয়া যাবেই এর নিশ্চয়তা দেননি মোহনবাগান কোচ হোসে মোলিনা। তবে স্টুয়ার্ট ফিরলে যে হায়দরাবাদ এফসির সমস্যা কয়েকগুণ বাড়বে বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =