মাঠে নেমে পড়ল মোহনবাগান। সোমবার থেকেই কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিল সবুজ-মেরুন শিবির। নয়া কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করল মোহনবাগানের রিজার্ভ দল। দীপেন্দু বিশ্বাস, রাজ বাসফোর, অমনদীপ সিং, সুহেল ভাটরা প্রথম দিনের অনুশীলনেই বল পায়ে মাঠে নেমে পড়লেন। শুরুতে ফিজিক্যাল ট্রেনিংয়ের পর দীর্ঘক্ষণ ফুটবলারদের অনুশীলন করান ডেগি কার্ডোজো। প্রথম দিনের অনুশীলনে মাঠে দেখা গেল সুমিত রাঠিকে। গত মরসুমে পারিবারিক কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন সুমিত।
নতুন কোচ ডেগি কার্ডোজোর পাশাপাশি নতুন গোলকিপার কোচ অভ্র মণ্ডলও হাজির ছিলেন প্রথম দিনের অনুশীলনে। অভিষেক সূর্যবংশী, নয়া গোলকিপার রাজা বর্মন অবশ্য প্রথম দিনের অনুশীলনে গরহাজির ছিলেন। কলকাতা লিগের জন্য ৩১ জন ফুটবলারের স্কোয়াড তৈরি করেছে মোহনবাগান। এবছর আগেভাগে লিগের বল গড়াবে। তাই দ্রুত অনুশীলন শুরু করে দিল মোহনবাগান।
গত বছর ঘরোয়া লিগে সাফল্য পায়নি মোহনবাগান। তাই এবছর ঘরোয়া লিগ জিততে মরিয়া মোহনবাগান। কোচ, সাপোর্ট স্টাফ বদলে ফেলা হয়েছে। কলকাতা লিগের জন্য শক্তিশালী দলও গড়েছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক।