পুলিশের ব্যারিকেডে আটকাল মোহনবাগান

গোল নষ্ট, পেনাল্টি মিস, লাল কার্ড, জঘন্য ফুটবল, গো ব্যাক স্লোগান। ঘটনার ঘনঘটা। মঙ্গলবার মোহনবাগান-কলকাতা পুলিশ ক্লাবের ম্যাচ শেষে উত্তপ্ত কল্যাণীর গ্যালারি। ঘরোয়া লিগে ফের পয়েন্ট নষ্ট সবুজ মেরুনের। পুলিশের ব্যারিকেডে আটকে গেল মোহনবাগান। কল্যাণীতে ম্যাচের ফল ১-১। জোড়া পেনাল্টি মিস মোহনবাগানের।

প্রথমার্ধে ফারদিন আলি মোল্লার পেনাল্টি বাঁচালেন পুলিশের গোলকিপার। দ্বিতীয়ার্ধে পেনাল্টি বাইরে মারলেন বাগান অধিনায়ক অভিষেক সূর্যবংশী। ৯ মিনিট অতিরিক্ত সময় পেয়েও জয়সূচক গোল করতে ব্যর্থ মোহনবাগান। একেবারে ম্যাচের শেষ লগ্নে পুলিশের বক্সের সামনে ডেঞ্জার জোন থেকে ফ্রি-কিক পায় মোহনবাগান। সেখান থেকে সুমিত রাঠির শট আর একটু হলেই হয়তো কর্নার ফ্ল্যাগ ছুঁয়ে ফেলত। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোল করা হচ্ছে সুমিত রাঠির শটকে। ম্যাচের ৪০ মিনিটে সুহেল ভাট ১-০ গোলে এগিয়ে দেন মোহনবাগানকে। ৫৬ মিনিটে ১-১ করে পুলিশ।

ম্যাচ জুড়ে হতশ্রী ফুটবল খেলে ডেগি কার্ডোজোর দল। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন বাগান দলনায়ক অভিষেক সূর্যবংশী। ৫ ম্যাচে মোহনবাগানের ঝুলিতে ৬ পয়েন্ট। লিগ টেবিলের সাত নম্বরে সবুজ-মেরুন। প্রিয় দলের জঘন্য ফুটবল দেখার উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণীর গ্যালারি। ডেগি কার্ডোজোর পদত্যাগের দাবিতে সরব বাগান জনতা। বাস্তব রায়কে কোচের দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানান সমর্থকরা। ডুরান্ডের প্রথম ম্যাচে বাগানের ডাগ আউটে থাকবেন বাস্তব। কলকাতা লিগে ডেগি কার্ডোজোই কোচিং করাবেন। এই পারফরমেন্স চলতে থাকলে হয়তো বিদায়ঘণ্টা বেজে যেতেই পারে কার্ডোজোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 10 =