কথা রাখতে পারলেন না মোহনবাগান কোচ জোসে মোলিনা। এএফসি অভিযান শুরুর আগে তিনি বলেছিলেন, এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করতে চান। শেষমেশ হার দিয়ে এএফসি অভিযান শুরু করল মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র প্রথম ম্যাচেই আহাল এফকের কাছে ১-০ গোলে হার শিকার মোলিনার বাগানের।
যুব ফুটবলারদের নিয়ে গড়া দল হলেও আহাল এফকে বুঝিয়ে দিচ্ছিল তারা মোহনবাগানের সঙ্গে টক্কর দিতে তৈরি। প্রথমার্ধে তেমন সুযোগই তৈরি করতে পারল না সাহাল-লিস্টনরা। আহালের আক্রমণে ব্যস্ত ছিল বাগান ডিফেন্সের আলবার্তো রদ্রিগেজ, টম অলড্রেডরা। মোহনবাগান খানিক আক্রমণের চেষ্টা করলেও প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বাগান কোচ বেঞ্চে থাকা তার অস্ত্রগুলি প্রয়োগ করতে থাকে। ম্যাকলারেন, রবসনরা নেমে খানিক ছন্দে ফেরে মোহনবাগান। আহাল প্রতি আক্রমণে ম্যাচের ৮১ মিনিটে গোল করে। আহালকে এগিয়ে দেন আনায়েভ। মোহনবাগান ফুটবলারদের নিজেদের মধ্যে তালমেলের অভাব স্পষ্ট। ফিটনেস সমস্যাও ছিল, তরুণ তুর্কী আহালের কাছে হার মানল বাগানের অভিজ্ঞ দল।

