বিক্ষোভের গ্যালারির সামনে পাঁচ গোল মোহনবাগানের

দুপুর ২টোর পর থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গেটের সামনে চোখে পড়ল পোস্টার, ‘গো ব্যাক এমবিএসজি ম্যানেজমেন্ট’। তখনও মাঠে দুই দলের ফুটবলাররা গা ঘামাচ্ছেন। প্রায় জনা দশেক সমর্থক গ্যালারিতে পোস্টার নামালেন, ‘লজ্জা’, ‘কাপুরুষদের সবুজ মেরুন জার্সিতে কোনও জায়াগা নেই।’ প্রায় ফাঁকা গ্যালারিতে শুরু হল ম্যাচ। মাঠে মোহনবাগানের থিম সং বাজছে। কিন্তু মাঠে বাগান সমর্থক প্রায় ছিলেনই না। ম্যাচ চলাকালীনও মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখিয়ে গেলেন সমর্থকরা। অবশ্য শুরুতে ফাঁকা থাকলেও ম্যাচের বয়স বাড়তে ভিড় জমিয়েছেন মোহনবাগান সমর্থকরা। তবে দলের খেলা দেখে কিছুটা হলেও স্বস্তি নিয়ে মাঠ ছাড়বেন সমর্থকরা। গোকুলাম কেরালাকে ৫-১ গোলে হারাল মোহনবাগান।

ম্যাচে রবসন-অ্যালবার্তোদের খেলা দেখেও ‘গো ব্যাক’ ধ্বনি থামায়নি মোহন সমর্থকরা। ম্যাচের ১১ মিনিটে রবসনের কর্ণার থেকে অ্যালবার্তোর গোলে এগিয়ে যায় মোহনবাগান। ২৭ মিনিটে রবসনের পাস থেকে দূরপাল্লার শটে দুর্ধর্ষ গোল করেন ম্যাকলারেন। মোহনবাগান যে আইএসএল চ্যাম্পিয়ন এবং গোকুলাম কেরালা নেহাতই আইলিগের দল তা বোঝা গেল প্রথাম ৪৮ মিনিটে এডুয়ার্ডো মার্টিনেজের ক্রস থেকে আপুইয়ার আত্মঘাতী গোলে ফলাফল ২-১ হয়।

৫১ মিনিটে রবসনের পাস থেকে অ্যালবার্তো রদ্রিগেজের হেডে তাঁর দ্বিতীয় গোল করলেন। ৫৪ মিনিটে ম্যাকলারেনের পাস থেকে রবসন গোল করেন। গোটা ম্যাচ জুড়েই নজর কাড়লেন বাগানের ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে টম অলড্রেডকে তুলে জেসন কামিংসকে নামালেন মোলিনা। এছাড়াও অনিরুদ্ধ থাপার পরিবর্তে এলেন অভিষেক সূর্যবংশী। ৭৫ মিনিটে অভিষেক সিং টেকচামের পাস থেকে ম্যাকলারেন বল হালকা এগিয়ে দিয়ে গোল ঢুকিয়ে দেন। একের পর এক গোল করেও নীরবে রইলেন বাগান ফুটবলাররা। বিশেষ উদযাপন করলেন না ম্যাকলারেন-অ্যালবার্তোরা। হয়তো সমর্থকদের প্রতি ‘অভিমান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − two =