গত ম্যাচে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে হারের পর থেকেই সুপার সিক্স সংশয়ে বাগান শিবিরের। শনিবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পাঠচক্রকে ৫-২ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড। হ্যাটট্রিক করলেন করণ রাই। আপাতত গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলল মোহনবাগান। যদিও মেসারার্স ম্যাচ নিয়ে লিগ কমিটির সিদ্ধান্ত এখনও আসেনি। সুপার সিক্সের জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।
এদিন ম্যাচের ৬ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন পাসাং দরজি তামাং। ১৫ মিনিটেই সমতা ফেরে পাঠচক্র। গোল করেন ডেভিড মোৎলা। ২৪ মিনিটে গোল মোহনবাগানকে এগিয়ে দেন করণ রাই। প্রথমার্ধের নির্ধারিত সময়ের একেবারে শেষ মূহুর্তে গোল করেন মোহনবাগানের পীযূষ ঠাকুরি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করেন বাগানের উঠতি পাহাড়ি তারকা করণ রাই। ৬৫ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। ৬৯ মিনিটে পাঠচক্রের হয়ে আরও একটি গোল শোধ করেন সৌম্যজিৎ তরফদার। পাঠচক্রকে হারিয়ে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান। কলকাতা লিগের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি ও রেনবো এসির। এই ম্যাচ ২-২ ড্রয়ে শেষ হয়।

