জয়ে ফিরল মোহনবাগান

এ মরসুমে ইতিমধ্যেই তাঁর নামের পাশে একটি হ্যাটট্রিক রয়েছে। অনবদ্য ছন্দে রয়েছেন সুহেল ভাট। এ দিনও জোড়া গোল করলেন সুহেল। ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে মোহনবাগান জিতল ৪-১ ব্যবধানে। তবে বাকি ম্যাচের মতো মোহনবাগানকে চাপে রাখছে রক্ষণভাগ। ক্লিন শিট ধরে রাখা যাচ্ছে না। যা কিছুটা হলেও অস্বস্তি বাড়াচ্ছে সবুজ মেরুন শিবিরে। টানা জয়ের পর গত ম্যাচে ঘরের মাঠে কালীঘাট মিলন সঙ্ঘের কাছে আটকে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে ঘরের মাঠে ৫ গোলের জয়ও রয়েছে। কিন্তু পাঁচ গোল দিলেও হজমও করেছে সবুজ মেরুন। সেই ম্যাচের পরও কোচ বাস্তব রায় বলেছিলেন রক্ষণ নিয়ে চিন্তার কথা। গত ম্যাচে ১-১ হওয়ায় অস্বস্তি বেড়েছিল। জয়ে ফিরলেও অস্বস্তি পুরোপুরি কাটল না গোল খাওয়ায়। ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় মোহনবাগান। দুটি গোলই সুহেল ভাটের। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের জোড়া গোল পরিবর্ত হিসেবে নামা এনসনের। এ বারের লিগে এটি মোহনবাগানের চতুর্থ জয়। ক্যালকাটা ফুটবল ক্লাবের হয়ে একমাত্র গোলটি আকাশ মন্ডলের। লিগে অন্য ম্যাচে, পাঠচক্র বনাম ডালহৌসি ক্লাবের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। পাঠচক্রের হয়ে গোলটি করেন সাহিল হরিজন। ডালহৌসি ক্লাবের হয়ে একমাত্র গোলটি শেখ এজাজ আহমেদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 13 =