ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। টানা দ্বিতীয় বার আইএসএল লিগ শিল্ড জয়ের নজির গড়েছে সবুজ মেরুন। মোহনবাগানের হেড স্যার মোলিনার পাখির চোখ এখন আইএসএল নকআউট ট্রফি। দ্বিমুকুট থেকে আর এক ধাপ দূরে সবুজ মেরুন। আজ যুবভারতীতে মেগা ফাইনাল। সবুজ মেরুনের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। ইন্ডিয়ান সুপার লিগে হাইভোল্টেজ ফাইনালের অপেক্ষা। ঘরের মাঠের সমর্থন মোহনবাগানের কাছে বাড়তি শক্তি। সামনে অভিজ্ঞ সুনীল ছেত্রী।
গত মরসুমেও ফাইনালে উঠেছিল মোহনবাগান। লিগ শিল্ড জিতলেও নকআউটের ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হার। ফলে আইএসএলে দ্বি-মুকুট অধরা ছিল। নতুন মরসুমে ফের সুযোগ এসেছে। তবে ফাইনালে বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলকে হারিয়ে ট্রফি জেতা সহজ নয়। এ কথা খুব ভালো ভাবেই জানেন মোহনবাগানের হেড কোচ হোসে মোলিনা। আইএসএলের পুরো মরসুমে দল কেমন খেলেছে, গত বার কী হয়েছিল, সে সব নিয়ে ভাবতে নারাজ। ফাইনাল তাঁর কাছে নতুন ম্যাচ।
মোহনবাগান সুপার জায়ান্টের কোচ মোলিনার পরিষ্কার বার্তা, ‘অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। আমরা লিগ শিল্ড জিতেছি, এ বার নকআউট ট্রফিও চাই। এর জন্য বাড়তি প্রেরণার প্রয়োজন নেই। গত বার ফাইনালে হেরেছিলাম, দলকে তাতানোর জন্য সেই অতীতটাই যথেষ্ট।’ এর আগে ২০২২-২৩ মরসুমেও আইএসএল নকআউট ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান-বেঙ্গালুরু। রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ অবধি টাইব্রেকারে ফয়সালা হয়। ট্রফি জিতেছিল মোহনবাগান। এ বারও তার অ্যাকশন রিপ্লে হবে?