১০ জনের ডায়মন্ড হারবারের কাছে হেরেও কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান

সুপার সিক্সে উঠে গেল মোহনবাগান। রবিবার কলকাতা লিগে ডায়মন্ড হারবারের কাছে হারলেও পরবর্তী পর্যায়ে পৌঁছে গেল পালতোলা নৌকা। তবে দশজন হয়ে যাওয়ার পরেও ডায়মন্ড হারবারকে হারাতে না পারায় বেশ কম পয়েন্ট নিয়েই সুপার সিক্সে পৌঁছলেন কিয়ান  নাসিরিরা। পয়েন্টের নিরিখে বেশ পিছিয়ে থেকেই সুপার সিক্সে গেল মোহনবাগান। দশজনে খেলেও মোহনবাগানের মতো শক্তিশালী দলকে হারিয়ে দেওয়ায় উচ্ছ্বসিত ডায়মন্ড হারবার দলের অন্যতম প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬-০ গোলে হারলেই কলকাতা লিগের সুপার সিক্সে যাওয়া আটকে যেত মোহনবাগানের। এহেন মরণবাঁচন ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে যান কিয়ান নাসিরিরা। প্রথম মিনিটে গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় কোচহীন মোহনবাগান। তারপর হাজার চেষ্টা সত্ত্বেও আর ম্যাচে ফিরতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। বেশ কয়েকবার গোলের সুযোগ এলেও সেটাকে কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা। ৩৬ মিনিটের মাথায় ডায়মন্ড হারবারের অয়ন মণ্ডল লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান। তারপরেও সমতা ফেরাতে পারেনি মোহনবাগান। কলকাতা লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেই মাঠ ছাড়ে সবুজ মেরুন ব্রিগেড। তবে সুপার সিক্সে পৌঁছলেও বেশ সমস্যায় থাকবে মোহনবাগান। কারণ বাকি পাঁচ দলের থেকে পয়েন্টের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে তারা। যেহেতু গ্রুপ পর্বের পয়েন্ট আগামী পর্বে ক্যারি ফরোয়ার্ড হবে, তাই অন্যদের থেকে অনেকটা পিছিয়ে থেকেই সুপার সিক্সের অভিযান শুরু করবে মোহনবাগান। তবে দশজন মিলেও যেভাবে মোহনবাগানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে ডায়মন্ড হারবার, তা দেখে উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারের অন্যতম প্রধান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 13 =