আইএসএল-এ ট্র্যাডিশন অব্যাহত। এবারও ইস্টহবঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান। শনিবার যুবভারতীতে ইস্টবঙ্গলকে ২-০ গোলো হারাল এটিকে মোহনবাগান। দুটি গোলই হল দ্বিতীয়ার্ধ্বে। প্রথম গেলটি আসে ৬৮ মিনিটে। ফেডেরিকো গ্যালেগোর কর্নার কিক থেকে স্লাভকো হেড দিলেও বলটা বার পোস্টে ধাক্কা লেগে ফিরে আসার সময় পায়ের আলতো টাচে বলটা ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে দেন স্লাভকো ড্যামজানোভিচ। এরপর ফের ৯০ মিনিটে দ্বিতীয় গোলটি করলেন দিমিত্রি পেত্রাতোস।
এদিন খেলার প্রথম থেকেই লাল-হলুদকে হারিয়ে প্রথম চারে নিজেদের স্থান পাকা করে ফেলরা লক্ষ্য নিয়ে নামে জুয়ান ফেরান্দোর দল। অন্যদিকে, টানা সাতটি কলকাতা ডার্বিতে হারের হতাশা কাটিয়ে সম্মানরক্ষার লড়াইয়ে জিততে মরিয়া স্টিফেনের ছেলেরা।এদিন খেলার শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিল এটিকে মোহনবাগান।হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোস, আশিক কুরুনিয়ানরা বারবার হানা দিতে থাকেন ইস্টবেঙ্গল বক্সে। প্রথমার্ধে নিরঙ্কুশ প্রাধান্য রেখেও গোলশূন্যভাবে শেষ হল প্রথমার্ধ।এখানে বলে রাখা শ্রেয়, আইএসএলে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। পাঁচবারই জয়ী মোহনবাগান। তাই শনিবার তাদের কাছে সম্মানের লড়াই। আর এই লড়াইয়ে ফুটবলারদের আত্মবিশ্বাসকেই বাজি ধরছেন লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। পরিসংখ্যানের দিক থেকে মোহনবাগানের কাছে দশ গোল খেলেও ইস্টবেঙ্গল সমর্থকদের আশা ছিল ব্রাজিলিয় স্ট্রাইকার ক্লেটনই যাবতীয় পার্থক্য গড়ে দেবেন। তবে সেটা এবারও হল না।