১০০ টি ছবি করার মাইলস্টোন ছুতে চলেছেন ফিল্ম নির্মাতা প্রিয়দর্শন (Priyadarshan)। এরপরই তিনি ঘোষণা করলেন একটি বড় চমকের। তিনি জানান, তাঁর ১০০ তম সিনেমায় অবশ্যই মোহনলাল (Mohanlal) থাকছেন। আগেই শোনা গিয়েছিল প্রিয়দর্শনের পরবর্তী সিনেমা অক্ষয় কুমার অভিনীত ‘হেওয়ান’ এ থাকতে পারেন দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী দক্ষিণী তারকা মোহনলাল।
সংবাদমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি মোহনলালের প্রতি তাঁর কৃতজ্ঞতা স্বীকার করেন। তাঁর হৃদয়ে সবসময়ই স্পেশ্যাল জায়গায় থাকেন। প্রিয়দর্শন জানান, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্ত আমার ১০০ তম সিনেমায় মোহনলাল থাকবেনই। কারণ, আজ আমি যা, তাঁর অবদান অনস্বীকার্য। তিনি আমায় সিনেমা বানানোয় উৎসাহ দিতেন, আমরা ছোটবেলা থেকে বন্ধু কিন্ত মোহনলাল স্টার। যদি আমার ইচেছ পূরণ, তবে তা রেকর্ড করবে। ‘হেওয়ান’ এ একসঙ্গে দেখা যেতে পারে মোহনলাল ও অক্ষয় কুমারকে সে প্রসঙ্গে প্রিয়দর্শন বলেন, আমি প্রথমে স্ক্রিপ্ট নিয়ে ভাবি পরে অভিনেতাদের নিয়ে।

