দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩ এ ভূষিত হবেন মোহনলাল

দাদাসাহেব পুরস্কার ২০২৩ এর জন্য ভূষিত হবেন দক্ষিণী তারকা মোহনলাল (Mohanlal) । মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে জানানো হয়, দাদাসাহেব ফালকের সিলেকশন কমিটির পক্ষ থেকে শ্রী মোহনলালকে দাদাসাহেব পুরস্কার ২০২৩ দিয়ে সম্মানিত করা হবে।
উল্লেখ্য, মোহনলাল মালায়লাম সিনেমা জগতে স্বনামধন্য একটি নাম। তিনি নিজের কেরিয়ারে নানা চরিত্রের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন। তিনি শুধু একজন অভিনেতা না, তিনি নির্দেশক ও সঙ্গে একজন পরিচালকও বটে। ভারতীয় সিনেমার তাঁর অবদান অনস্বীকার্য।

২৩ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত ৭১ তম ন্যাশানল ফিল্ম অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
এছাড়া শোনা যাচেছ, মোহনলালকে খুব তাড়াতাড়ি বলিউডের পর্দায় দেখা যেতে পারে। প্রিয়দর্শন নির্দেশিত ও অক্ষয় কুমার অভিনীত ‘হেওয়ান’ থাকতে পারেন মোহনলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =