কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে দুরন্ত গতিতে ছুটছিল মহমেডান স্পোর্টিং। লিগে জয়ের হ্যাটট্রিক করেছিল তারা। সেই গতিতে ব্রেক পড়ল এ দিন। ডায়মন্ডহারবারের বিরুদ্ধে এগিয়ে থেকে হার। প্রথমার্ধ গোল শূন্য। দ্বিতীয়ার্ধে ডায়মন্ডহারবারের হয়ে জোড়া গোল রাহুল পাসওয়ানের। ২-১ ব্যবধানে মহমেডানকে হারাল ডায়মন্ডহারবার এফসি। অনবদ্য ছন্দে রয়েছে মহমেডান। ডায়মন্ডহারবারের বিরুদ্ধে ম্যাচের ৬৩ মিনিয়ে বেনেস্টোন ব্যারেটোর গোলের এগিয়ে যায় মহমেডান। ৪ মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে সমতা ফেরায় কিবু ভিকুনার টিম ডায়মন্ডহারবার এফসি। গোল করেন রাহুল পাসওয়ান। লিগে আগের ম্যাচেও গোল করেছেন রাহুল। দারুণ ছন্দে রয়েছেন তিনিও। আত্মবিশ্বাসী রাহুলই লিড দেন ডায়মন্ডহারবার এফসিকে। ম্যাচের ৭৪ মিনিটে তুহিন সিকদারের ক্রস থেকে হেডে ডায়মন্ডহারবারের পক্ষে স্কোরলাইন ২-১ করেন রাহুল পাসওয়ান। লিগে অন্য ম্যাচে এফসিআইকে ১-০ ব্যবধানে হারাল সাদার্ন সমিতি। ম্যাচের একমাত্র গোলটি করেন সৌগত হাঁসদা। রুদ্ধশ্বাস ম্যাচ হল ইস্টার্ন রেলওয়ে বনাম এরিয়ান ক্লাব। শেষ অবধি ৩-২ ব্যবধানে জয় এরিয়ানের। তাদের হয়ে জোড়া গোল করেন অচিন্ত। আর একটি গোল পলাশের। ইস্টার্ন রেলওয়ের হয়ে গোলদুটি করেন মিঠুন ও রাজীব। ইউনাইটেড স্পোর্টস বনাম কালীঘাট মিলন সঙ্ঘের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।