গুজরাতে রোবটের সঙ্গে ‘আড্ডা’ মোদির!

ভাইব্র্যান্ট গুজরাত সামিটের দুই দশক উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গুজরাতে গিয়েছেন মোদি। সেখানে গিয়ে রোবটের দুনিয়ায় ঘুরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোবটের হাতে চা-ও খেলেন। সেই ছবি পরে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি নিজেই।

https://www.instagram.com/p/Cxr4JeXy5_e/?utm_source=ig_embed&ig_rid=14c8f7af-e9cf-4de3-91ec-b37569ae5ffe

গুজরাত কাউ ন্সিল অফ সায়েন্স সিটির রোবটিক্স গ্যালারিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। রোবট গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। কোথাও আবার তাঁকে মোবাইলের ক্যামেরায় ছবি তুলে নিতেও দেখা গিয়েছে। গ্যালারিতে সাজানো রোবট এবং সেই সম্পর্কিত যাবতীয় যন্ত্রপাতি তিনি পরিদর্শন করেছেন। গুজরাতের সায়েন্স সিটিতে এই রোবটিক গ্যালারি নতুন সংযোজন।

রোবটদের সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মোদি। ছবিগুলির সঙ্গে মোদি লেখেন, ‘গুজরাত সায়েন্স সিটিতে অসাধারণ রোবটিক্স গ্যালারি। রোবট আমাদের চা-ও পরিবেশন করেছে, সেই ছবিটি দেখতে ভুলবেন না।’ তার সামনেই বসেছিলেন মোদি এবং ভূপেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − seven =