বড়দিনের আনন্দে মেতেছে গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় ভারতও। আর যিশুর জন্মদিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি-সহ অনেকেই ক্রিসমাসের অভিনন্দন জানিয়েছেন দেশবাসীকে।
এমন বিশেষ দিনে সকাল সকাল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘প্রত্যেককে ক্রিসমাসের শুভেচ্ছা। আশা করি, এই উৎসব আপনার জীবনে আনন্দ, শান্তি এবং সম্বৃদ্ধি বহন করে আনবে। সম্প্রীতি বজায় রেখে ভালো কাজে অগ্রগতি করতে হবে। সেই সঙ্গে যিশুর দেওয়া শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে।’
Wishing everyone a Merry Christmas! May this festive season bring joy, peace and prosperity to all. Let’s celebrate the spirit of harmony and compassion that Christmas symbolizes, and work towards a world where everyone is happy and healthy. We also recall the noble teachings of…
— Narendra Modi (@narendramodi) December 25, 2023
দেশবাসীকে অনেকটা একইভাবে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি লেখেন, এই উৎসব সকলের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসা ছড়িয়ে দিক। যিশুর বাণী থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।