‘এক দেশ, এক সার’ যোজনার সূচনা করলেন মোদি

সোমবার নয়াদিল্লিতে পিএম-কিষাণ সম্মেলন ২০২২ (PM-Kisan Sammelan 2022) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানে দু’দিন ধরে চলবে এই সম্মেলন। এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার ১২ তম কিস্তির টাকা সুবিধাভোগী কৃষকদের পাঠালেন মোদি। আর এই মঞ্চ থেকেই ‘এক দেশ, এক সার’ যোজনার সূচনা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভারতীয় জন উর্বরক পরিকল্পনার অধীনে এই যোজনা শুরু করল কেন্দ্রীয় সরকার। গত অগস্ট মাসেই ‘এক দেশ, এক সার’-র নির্দেশিকা জারি করা হয়েছিল রাসায়নিক ও সার মন্ত্রকের তরফে। এদিন নয়া দিল্লি থেকে সেই যোজনারই সূচনা করলেন মোদি।

‘এক দেশ, এক সার’যোজনার অধীনে সারা দেশজুড়ে সংস্থাগুলি একটিই ব্র্যান্ড, ‘ভারত’ নামে ভর্তুকিযুক্ত সার বাজারিকরণ করবে। এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘এক দেশ,এক সারের অধীনে ভারত ব্র্যান্ডের সস্তায় ও ভাল মানের সার পাবেন কৃষকরা।’ তিনি এদিন আরও বলেছেন, ‘বর্তমানে সারের উৎপাদন প্রযুক্তি ও গুণমানে বড় পরবির্তন এসেছে। এই যোজনার অধীনে বাড়বে কৃষি-পণ্যের উৎপাদন। শস্য নিয়ে বিভিন্ন সমস্যার সমাধানও হবে খুব সহজে। মোদি বলেছেন, ‘এক ব্র্যান্ড নামেই কৃষকরা ইউরিয়া পাওয়ায় কৃষকদের কোনও বিভ্রান্তি হবে না। এবং এতে সারের গুণমানের মধ্যে ধারাবাহিকতা বজায় থাকবে। কমবে সারের দামও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 6 =