জনপ্রিয়তায় ফের বিশ্বনেতাদের পিছনে ফেলে বিশ্বসেরা রাষ্ট্রনেতা মোদিই  

ফের একবার বিশ্বসেরা রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতাদের তালিকায় সবাইকে পিছনে ফেলে তালিকার শীর্ষে নরেন্দ্র মোদি। মর্নিং কনসাল্ট নামে এক মার্কিন সমীক্ষক সংস্থার তরফে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের নামের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। সর্বশেষ প্রকাশিত সেই তালিকা অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ৭৫ শতাংশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সহ বিশ্বের তাবড় রাষ্ট্রনেতার পিছনে ফেলে ফের একবার বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতার পালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে।

২৫ অগস্ট মর্নিং কনসাল্ট সার্ভে’- সমীক্ষায় বলা হয়েছেমোদির (Narendra Modi) ঠিক পিছনেই রয়েছেন মেক্সিকোর আন্দ্রে লোপেজ, যিনি পেয়েছেন ৬৩ শতাংশ নম্বর। এবং তাঁর পিছনে আছেন যথাক্রমে ইটালির মারিও দ্রাঘি এবং জাপানের ফুমিও কিশিদা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার জাস্টিন ট্রুডো রয়েছে পঞ্চম ষষ্ঠ স্থানে। তাঁদের দুজনেরই প্রাপ্য নম্বর হচ্ছে যথাক্রমে ৪১ ৩৯ শতাংশ। তালিকার সবচেয়ে শেষের নামটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। সম্প্রতিপার্টি গেটকেলেঙ্কারিতে দেশে বিদেশে বেশ কিছুটা কোণঠাসা বরিস পেয়েছেন মাত্র ২৫ শতাংশ।

 

উল্লেখ্য, ২০২০ সালে মোদির অ্যাপ্রুভাল রেটিং অর্থাৎ তাঁর কাজে মানুষের সমর্থন ছিল ৮৪ শতাংশ। গত বছর তা অনেকটাই কমে যায়। দেশে করোনার দ্বিতীয় তরঙ্গের সময় তা নেমে আসে ৬৩ শতাংশে। এবার ৭৫ শতাংশ সমর্থন পেয়ে ফের ২০২২ সালে শীর্ষস্থানে পৌঁছেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর বাইডেনের পাওয়া ৪৩ শতাংশ নম্বর তাঁর কাজের প্রতি সমর্থন তলানিতে এসে ঠেকার প্রমাণ দিচ্ছে। গত বছর দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই করা একই সমীক্ষায় যেখানে তিনি ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলেন, সেখানে গত বছরই কোভিডে দেশে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় কমতে থাকে তাঁর জনপ্রিয়তা।

উল্লেখ্য, মার্কিন সমীক্ষক সংস্থা মর্নিং কনসাল্ট নির্দিষ্ট সময় অন্তর বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তার সমীক্ষা করে থাকে। এর আগেও একাধিকবার মর্নিং কনসাল্টএর তালিকায় সেরার তালিকায় উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোইর নাম। সম্প্রতি যে তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধারেকাছে আর কোনও রাষ্ট্রনেতা ঘেঁষতে পারেননি। দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন, তাঁর জনপ্রিয়তা মোদির থেকে ১২ শতাংশ কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =