নাগপুর মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

রবিবার একাধিক কর্মসূচি নিয়ে সকালেই মহারাষ্ট্রে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি একদিকে যেমন ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর উদ্বোধন করেন, তেমনই নাগপুর মেট্রো রেল প্রকল্পের প্রথম ধাপেরও উদ্বোধন করেন।মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে, যার নাম দেওয়া হয়েছে ‘সমৃদ্ধি মহামার্গ’, এই এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করার কথা তাঁর। সূত্রে খবর, এদিন সকালেই প্রথমে নাগপুর রেলওয়ে স্টেশন থেকে নাগপুর-বিলাসপুরগামী বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও।এরপরে তিনি পৌঁছন নাগপুর মেট্রো প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন ও দ্বিতীয় ধাপের শিলান্যাস করতে। নাগপুর মেট্রো প্রকল্পের তরফ থেকে জানানো হয়েছে, এই দ্বিতীয় ধাপের মেট্রো প্রকল্পের জন্য ৬৭০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হবে। আর এই উদ্বোধনের পরই প্রধানমন্ত্রী মোদী ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে খাপরি স্টেশন অবধি মেট্রোয় সফর করেন।আর এই সফর ছিল একেবারেই বাকি পাঁচজন সাধারণ যাত্রীর মতোই। প্রধানমন্ত্রী মোদি স্বয়ং টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন এবং তারপরে ওঠেন মেট্রোয়। এই মেট্রো সফরে তাঁর সঙ্গে দেখা যায় উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সহ সহ বাকি আধিকারিকরাও। আর মেট্রোর সওয়ারি হয়ে কখনও দাঁড়িয়ে তো  কখনও বসে, দীর্ঘক্ষণ যাত্রীদের সঙ্গে খোশ গল্পও করতে দেখা যায় তাঁকে।  কথা বলেনস মেট্রোয় উপস্থিত পড়ুয়াদের সঙ্গেও।  এই গল্পের ফাঁকেই শহরের অবস্থা, সরকারি পরিষেবা সম্পর্কেও জানতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =